বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য মতে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১৩ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭২ লাখের বেশি মানুষ। করোনা ভাইরাস নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটার এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছে ১২ লাখ ৯৯ হাজার ২৩০ জন এবং এই রোগ থেকে সুস্থ হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪১৮ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৭ লাখ ২৭ হাজার ৯০০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন।
তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম। ইতালি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০২০/কমা