ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌমিত্রের অবস্থা অত্যন্ত সংকটজনক

  • পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • 48

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্ষীয়ান এই তারকা অভিনেতার চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন ডা. অরিন্দম কর।

এর আগে গত বুধবার এই অভিনেতার ট্র্যাকিওস্টমি সফলভাবেই তা সম্পন্ন হয়েছিলো। বৃহস্পতিবার তার প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস সম্পন্ন হয়। আশা করা হয়েছিলো প্লাজমাফেরেসিসের পর অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। কিন্তু শুক্রবার তার কিছুই হলা না।

ডা. কর বলেন, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যারের চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিলো। আচমকা তা কেনো নেমে গেল তা বোঝা যাচ্ছে না। তার হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিডনির অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে। তবে ইইজি ও সিটি স্ক্যানে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার এই লড়াইয়ের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। কিন্তু সেটা বোধহয় তার স্বাস্থ্যের উন্নতির জন্য যথেষ্ট ছিলো না।

করোনার মধ্যে নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। পরীক্ষায় নেগেটিভ ফল আসে।এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সৌমিত্রের অবস্থা অত্যন্ত সংকটজনক

পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্ষীয়ান এই তারকা অভিনেতার চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন ডা. অরিন্দম কর।

এর আগে গত বুধবার এই অভিনেতার ট্র্যাকিওস্টমি সফলভাবেই তা সম্পন্ন হয়েছিলো। বৃহস্পতিবার তার প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস সম্পন্ন হয়। আশা করা হয়েছিলো প্লাজমাফেরেসিসের পর অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। কিন্তু শুক্রবার তার কিছুই হলা না।

ডা. কর বলেন, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যারের চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিলো। আচমকা তা কেনো নেমে গেল তা বোঝা যাচ্ছে না। তার হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিডনির অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে। তবে ইইজি ও সিটি স্ক্যানে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার এই লড়াইয়ের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। কিন্তু সেটা বোধহয় তার স্বাস্থ্যের উন্নতির জন্য যথেষ্ট ছিলো না।

করোনার মধ্যে নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। পরীক্ষায় নেগেটিভ ফল আসে।এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: