ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলো ব্রাজিল

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • 58

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এটি টানা তৃতীয় জয়। তিনটি ম্যাচেই জয় পাওয়া একমাত্র দল এখন তারাই। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সেলসাওরা।

ঘরের মাঠ সাও পাওলোর সিসেরো পম্পেউয়ে পুরোপুরি আধিপত্য বিস্তার করেই ম্যাচটি খেলেছে ব্রাজিল। পুরো ম্যাচের তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। তবে সে তুলনায় সাজানো গোছানো আক্রমণ হয়েছে বেশ কম। যে কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলেছে মাত্র একবার।

ম্যাচের ৬৭ মিনিটের সময় সৌভাগ্যবশত গোলটি পেয়েছে ব্রাজিল। এভারটন রিবেইরো ক্রসে হেড করেন ভেনেজুয়েলার অজোরিও। সেখান থেকে বল পেয়ে অদ্ভুতুড়ে এক ভলি করেন ফিরমিনো, তবে সেটিই জড়িয়ে যায় জালে, ব্রাজিল পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

এরপর আর তেমন গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি দুই দলের কেউই। আর তাই তো শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। এই জয়ে দক্ষিণ আমেরিকার কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলো ব্রাজিল

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এটি টানা তৃতীয় জয়। তিনটি ম্যাচেই জয় পাওয়া একমাত্র দল এখন তারাই। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সেলসাওরা।

ঘরের মাঠ সাও পাওলোর সিসেরো পম্পেউয়ে পুরোপুরি আধিপত্য বিস্তার করেই ম্যাচটি খেলেছে ব্রাজিল। পুরো ম্যাচের তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। তবে সে তুলনায় সাজানো গোছানো আক্রমণ হয়েছে বেশ কম। যে কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলেছে মাত্র একবার।

ম্যাচের ৬৭ মিনিটের সময় সৌভাগ্যবশত গোলটি পেয়েছে ব্রাজিল। এভারটন রিবেইরো ক্রসে হেড করেন ভেনেজুয়েলার অজোরিও। সেখান থেকে বল পেয়ে অদ্ভুতুড়ে এক ভলি করেন ফিরমিনো, তবে সেটিই জড়িয়ে যায় জালে, ব্রাজিল পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

এরপর আর তেমন গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি দুই দলের কেউই। আর তাই তো শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। এই জয়ে দক্ষিণ আমেরিকার কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: