ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিতকে ‘আনফিট’ বললেন সৌরভ

  • পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের মাঝামাঝি সময় ইনজুরিতে পড়েন ভারতের হার্ড হিটার ওপেনার রোহিত শর্মা। চোট কাটিয়ে আবার মাঠেও ফিরেছেন, খেলেছেন টানা তিন ম্যাচ। শিরোপা নির্ধারণী ফাইনালেও ম্যাচ জেতানো ৬৮ রানের ইনিংসও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

অথচ সেই রোহিত কি না এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন। তাকে ৭০ শতাংশ ফিট বলছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। রোহিতকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তাকে সময় দেয়া হয়েছে ফিট হওয়ার জন্য। টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত।

দ্য উইককে দেয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, মাঠে নামার জন্য রোহিত ৭০ শতাংশ ফিট। আপনারা রোহিতের কাছ থেকেই জিজ্ঞেস করে নিতে পারেন যে, ও কতটা ফিট। আনফিটের কারণে ওকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তবে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের সময় বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। যে কারণে ৪টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে শেষের তিনটি ম্যাচে আবার দলে ফেরেন তিনি এবং ফাইনালে খেলেন শিরোপা জেতানো ৬৮ রানের ইনিংস।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোহিতকে ‘আনফিট’ বললেন সৌরভ

পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের মাঝামাঝি সময় ইনজুরিতে পড়েন ভারতের হার্ড হিটার ওপেনার রোহিত শর্মা। চোট কাটিয়ে আবার মাঠেও ফিরেছেন, খেলেছেন টানা তিন ম্যাচ। শিরোপা নির্ধারণী ফাইনালেও ম্যাচ জেতানো ৬৮ রানের ইনিংসও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

অথচ সেই রোহিত কি না এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন। তাকে ৭০ শতাংশ ফিট বলছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। রোহিতকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তাকে সময় দেয়া হয়েছে ফিট হওয়ার জন্য। টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত।

দ্য উইককে দেয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, মাঠে নামার জন্য রোহিত ৭০ শতাংশ ফিট। আপনারা রোহিতের কাছ থেকেই জিজ্ঞেস করে নিতে পারেন যে, ও কতটা ফিট। আনফিটের কারণে ওকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তবে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের সময় বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। যে কারণে ৪টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে শেষের তিনটি ম্যাচে আবার দলে ফেরেন তিনি এবং ফাইনালে খেলেন শিরোপা জেতানো ৬৮ রানের ইনিংস।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: