আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ায় একটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় এক চিকিৎসকসহ আরও ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।
রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু গণমাধ্যমকে বলেন, শর্টসার্কিট থেকে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
তাতারু আরও বলেন, হাসপাতালটির কোভিড রোগীদের উদ্ধার করে ইয়াসি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ চিকিৎসককে হেলিকপ্টারে করে দ্রুত আরেকটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/এ