ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৫১ কোম্পানির ৫০ কোটি বোনাস শেয়ার ঘোষণা

২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৫০ কোটি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এই ঘোষণা করা হয়েছে। যা বার্ষিক সাধারন সভায় (এজিএম) স্ব স্ব কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

অন্যান্যবারের তুলনায় এ বছর বোনাস শেয়ারের পরিমাণ কমে এসেছে। একইসঙ্গে নগদ লভ্যাংশের সঙ্গে বোনাস শেয়ারের ব্যবধানও বড় হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ কোটি টাকারও বেশি নগদ লভ্যাংশ ঘোষনা করেছে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি। সেখানে বোনাস শেয়ারের পরিমাণ ৫০ কোটি।  

দেখা গেছে, তালিকাভুক্ত ৫১ কোম্পানি পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ৫০ কোটি ২৫ লাখ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যা কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। এতে কোম্পানিগুলোর ৫০২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।

এ বছর নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে অতিরিক্স ট্যাক্সের শাস্তি আরোপের কারনে বোনাস শেয়ারের পরিমাণ অন্যান্যবারের থেকে কমে এসেছে। কারন নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার দিতে গেলেই পুরো বোনাসের উপরে অতিরিক্ত ১০ শতাংশ করারোপের শাস্তির বিধান করা হয়েছে। 

তারপরেও ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ। এছাড়া ৪টি কোম্পানির পর্ষদ নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। ওইসব কোম্পানিগুলোকে বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে।

এ বছর বোনাস শেয়ার ঘোষণা করা ৫১ কোম্পানির মধ্যে ৪২টির পর্ষদ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। এরমধ্যে ৩৮টির পর্ষদই বোনাসের চেয়ে বেশি হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে অনেক কোম্পানির নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। তারপরেও নগদ লভ্যাংশ দেওয়ার কড়াকড়ি আরোপের কারনে এ বছর বোনাস শেয়ার কমে এসেছে। এটাকে খারাপ বলা যাবে না। কারন বোনাস শেয়ারের জন্য শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হয়। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।

আরও পড়ুন…..
‘নো’ ডিভিডেন্ড কোম্পানির সংখ্যা বেড়ে ৩৩
১৩৪ কোম্পানির ৪ হাজার ৩১৭ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ নেবে না ৩১ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা, বোনাসে আপত্তি নেই
১৩ কোম্পানির নগদের চেয়ে বোনাস বেশি, দিতে হবে অতিরিক্ত ১০.৮৮ কোটি টাকার ট্যাক্স
রহিমা ফুডের লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করতে বিএসইসির নির্দেশ

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নগদ লভ্যাংশের ন্যায় শেয়ারহোল্ডারদেরকে বোনাস শেয়ারও সবচেয়ে বেশি দেবে। এ কোম্পানিটি ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ হারে মোট ৫ কোটি ২৭ লাখ বোনাস শেয়ার দেবে।

এরপরের অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানিটি ৫ শতাংশ হারে ৪ কোটি ২২ লাখ বোনাস শেয়ার ইস্যু করবে। আর তৃতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১০ শতাংশ হারে ৪ কোটি ৬ লাখ বোনাস শেয়ার ইস্যু করবে।

এ বছর সবচেয়ে কম বোনাস শেয়ার ইস্যু করবে স্বল্প মূলধনী মুন্নু স্টাফলার্স। এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২ লাখ বোনাস শেয়ার দেবে। এরপরের অবস্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং ৭ লাখ এবং স্টাইলক্রাফট ও মেঘনা সিমেন্ট ১৩ লাখ করে বোনাস শেয়ার ইস্যু করবে।

           * শুধুমাত্র বোনাস লভ্যাংশ

           ** নগদের চেয়ে বেশি বোনাস

কোম্পানির নামলভ্যাংশের হারবোনাস শেয়ার (কোটি)
ইউনাইটেড পাওয়ার১০% বোনাস৫.২৭
স্কয়ার ফার্মা৫% বোনাস৪.২২
বেক্সিমকো ফার্মা১০% বোনাস৪.০৬
আইসিবি৫% বোনাস৩.৮৪
*ড্রাগণ সোয়েটার১৫% বোনাস২.৬২
জিপিএইচ ইস্পাত৫% বোনাস১.৮৯
বিবিএস কেবলস১০% বোনাস১.৭৫
সাইফ পাওয়ারটেক৫% বোনাস১.৭০
*প্যাসিফিক ডেনিমস১০% বোনাস১.৬৫
বারাকা পাওয়ার৭% বোনাস১.৫৪
ডরিন পাওয়ার১০% বোনাস১.৩১
*নূরানি ডাইং১০% বোনাস১.১১
এমএল ডাইং৫% বোনাস১.১১
কুইন সাউথ টেক্সটাইল৮% বোনাস০.৯৭
জেনেক্স ইনফোসিস১০% বোনাস০.৯৪
রেনাটা১০% বোনাস০.৮৯
*ইভিন্স টেক্সটাইল৫% বোনাস০.৮৭
**কাট্টলি টেক্সটাইল৮% বোনাস০.৮৬
*অ্যাডভেন্ট ফার্মা১০% বোনাস০.৮৩
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস৫% বোনাস০.৭৮
**এসোসিয়েটেড অক্সিজেন৮% বোনাস০.৭৬
ফরচুন সুজ৫% বোনাস০.৭৪
*দেশ গার্মেন্টস৩% বোনাস০.৭৩
**ন্যাশনাল ফিড৮% বোনাস০.৬৮
শাশা ডেনিমস৫% বোনাস০.৬৭
আরগন ডেনিমস৫% বোনাস০.৬৩
আইটি কনসালটেন্টস৫% বোনাস০.৬১
এসিআই১০% বোনাস০.৫৭
রিং সাইন১% বোনাস০.৫০
কেডিএস এক্সেসরিজ৭.৫% বোনাস০.৫০
ইফাদ অটোস২% বোনাস০.৫০
সামিট অ্যালায়েন্স পোর্ট২% বোনাস০.৪৬
নাহি অ্যালুমিনিয়াম৭% বোনাস০.৪৫
ইন্ট্রাকো রিফুয়েলিং৫% বোনাস০.৪৩
ফারইস্ট নিটিং২% বোনাস০.৪৩
নিউ লাইন ক্লোথিংস৫% বোনাস০.৩৭
বিডি থাই অ্যালুমিনিয়াম৩% বোনাস০.৩৭
শাহজিবাজার পাওয়ার২% বোনাস০.৩৪
*ওয়াইম্যাক্স ইলেকট্রোডস৫% বোনাস০.৩২
ভিএফএস থ্রেড৩% বোনাস০.৩১
বিডিকম অনলাইন৫% বোনাস০.২৬
ইন্দোবাংলা ফার্মা২% বোনাস০.২২
কোহিনুর কেমিক্যাল১০% বোনাস০.২০
মুন্নু সিরামিক৫% বোনাস০.১৮
**সোনালি পেপার১০% বোনাস০.১৭
*প্রগ্রেসিভ লাইফ১০% বোনাস০.১৫
আরডি ফুড২% বোনাস০.১৪
মেঘনা সিমেন্ট৫% বোনাস০.১৩
*স্টাইলক্রাফট১০% বোনাস০.১৩
আনোয়ার গ্যালভানাইজিং৫% বোনাস০.০৭
মুন্নু স্টাফলার্স১০% বোনাস০.০২
মোট ৫১ কোম্পানি ৫০.২৫ কোটি শেয়ার

বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “৫১ কোম্পানির ৫০ কোটি বোনাস শেয়ার ঘোষণা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৫১ কোম্পানির ৫০ কোটি বোনাস শেয়ার ঘোষণা

পোস্ট হয়েছে : ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০

২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৫০ কোটি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এই ঘোষণা করা হয়েছে। যা বার্ষিক সাধারন সভায় (এজিএম) স্ব স্ব কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

অন্যান্যবারের তুলনায় এ বছর বোনাস শেয়ারের পরিমাণ কমে এসেছে। একইসঙ্গে নগদ লভ্যাংশের সঙ্গে বোনাস শেয়ারের ব্যবধানও বড় হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ কোটি টাকারও বেশি নগদ লভ্যাংশ ঘোষনা করেছে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি। সেখানে বোনাস শেয়ারের পরিমাণ ৫০ কোটি।  

দেখা গেছে, তালিকাভুক্ত ৫১ কোম্পানি পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ৫০ কোটি ২৫ লাখ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যা কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। এতে কোম্পানিগুলোর ৫০২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।

এ বছর নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে অতিরিক্স ট্যাক্সের শাস্তি আরোপের কারনে বোনাস শেয়ারের পরিমাণ অন্যান্যবারের থেকে কমে এসেছে। কারন নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার দিতে গেলেই পুরো বোনাসের উপরে অতিরিক্ত ১০ শতাংশ করারোপের শাস্তির বিধান করা হয়েছে। 

তারপরেও ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ। এছাড়া ৪টি কোম্পানির পর্ষদ নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। ওইসব কোম্পানিগুলোকে বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে।

এ বছর বোনাস শেয়ার ঘোষণা করা ৫১ কোম্পানির মধ্যে ৪২টির পর্ষদ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। এরমধ্যে ৩৮টির পর্ষদই বোনাসের চেয়ে বেশি হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে অনেক কোম্পানির নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। তারপরেও নগদ লভ্যাংশ দেওয়ার কড়াকড়ি আরোপের কারনে এ বছর বোনাস শেয়ার কমে এসেছে। এটাকে খারাপ বলা যাবে না। কারন বোনাস শেয়ারের জন্য শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হয়। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।

আরও পড়ুন…..
‘নো’ ডিভিডেন্ড কোম্পানির সংখ্যা বেড়ে ৩৩
১৩৪ কোম্পানির ৪ হাজার ৩১৭ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ নেবে না ৩১ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা, বোনাসে আপত্তি নেই
১৩ কোম্পানির নগদের চেয়ে বোনাস বেশি, দিতে হবে অতিরিক্ত ১০.৮৮ কোটি টাকার ট্যাক্স
রহিমা ফুডের লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করতে বিএসইসির নির্দেশ

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নগদ লভ্যাংশের ন্যায় শেয়ারহোল্ডারদেরকে বোনাস শেয়ারও সবচেয়ে বেশি দেবে। এ কোম্পানিটি ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ হারে মোট ৫ কোটি ২৭ লাখ বোনাস শেয়ার দেবে।

এরপরের অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানিটি ৫ শতাংশ হারে ৪ কোটি ২২ লাখ বোনাস শেয়ার ইস্যু করবে। আর তৃতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১০ শতাংশ হারে ৪ কোটি ৬ লাখ বোনাস শেয়ার ইস্যু করবে।

এ বছর সবচেয়ে কম বোনাস শেয়ার ইস্যু করবে স্বল্প মূলধনী মুন্নু স্টাফলার্স। এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২ লাখ বোনাস শেয়ার দেবে। এরপরের অবস্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং ৭ লাখ এবং স্টাইলক্রাফট ও মেঘনা সিমেন্ট ১৩ লাখ করে বোনাস শেয়ার ইস্যু করবে।

           * শুধুমাত্র বোনাস লভ্যাংশ

           ** নগদের চেয়ে বেশি বোনাস

কোম্পানির নামলভ্যাংশের হারবোনাস শেয়ার (কোটি)
ইউনাইটেড পাওয়ার১০% বোনাস৫.২৭
স্কয়ার ফার্মা৫% বোনাস৪.২২
বেক্সিমকো ফার্মা১০% বোনাস৪.০৬
আইসিবি৫% বোনাস৩.৮৪
*ড্রাগণ সোয়েটার১৫% বোনাস২.৬২
জিপিএইচ ইস্পাত৫% বোনাস১.৮৯
বিবিএস কেবলস১০% বোনাস১.৭৫
সাইফ পাওয়ারটেক৫% বোনাস১.৭০
*প্যাসিফিক ডেনিমস১০% বোনাস১.৬৫
বারাকা পাওয়ার৭% বোনাস১.৫৪
ডরিন পাওয়ার১০% বোনাস১.৩১
*নূরানি ডাইং১০% বোনাস১.১১
এমএল ডাইং৫% বোনাস১.১১
কুইন সাউথ টেক্সটাইল৮% বোনাস০.৯৭
জেনেক্স ইনফোসিস১০% বোনাস০.৯৪
রেনাটা১০% বোনাস০.৮৯
*ইভিন্স টেক্সটাইল৫% বোনাস০.৮৭
**কাট্টলি টেক্সটাইল৮% বোনাস০.৮৬
*অ্যাডভেন্ট ফার্মা১০% বোনাস০.৮৩
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস৫% বোনাস০.৭৮
**এসোসিয়েটেড অক্সিজেন৮% বোনাস০.৭৬
ফরচুন সুজ৫% বোনাস০.৭৪
*দেশ গার্মেন্টস৩% বোনাস০.৭৩
**ন্যাশনাল ফিড৮% বোনাস০.৬৮
শাশা ডেনিমস৫% বোনাস০.৬৭
আরগন ডেনিমস৫% বোনাস০.৬৩
আইটি কনসালটেন্টস৫% বোনাস০.৬১
এসিআই১০% বোনাস০.৫৭
রিং সাইন১% বোনাস০.৫০
কেডিএস এক্সেসরিজ৭.৫% বোনাস০.৫০
ইফাদ অটোস২% বোনাস০.৫০
সামিট অ্যালায়েন্স পোর্ট২% বোনাস০.৪৬
নাহি অ্যালুমিনিয়াম৭% বোনাস০.৪৫
ইন্ট্রাকো রিফুয়েলিং৫% বোনাস০.৪৩
ফারইস্ট নিটিং২% বোনাস০.৪৩
নিউ লাইন ক্লোথিংস৫% বোনাস০.৩৭
বিডি থাই অ্যালুমিনিয়াম৩% বোনাস০.৩৭
শাহজিবাজার পাওয়ার২% বোনাস০.৩৪
*ওয়াইম্যাক্স ইলেকট্রোডস৫% বোনাস০.৩২
ভিএফএস থ্রেড৩% বোনাস০.৩১
বিডিকম অনলাইন৫% বোনাস০.২৬
ইন্দোবাংলা ফার্মা২% বোনাস০.২২
কোহিনুর কেমিক্যাল১০% বোনাস০.২০
মুন্নু সিরামিক৫% বোনাস০.১৮
**সোনালি পেপার১০% বোনাস০.১৭
*প্রগ্রেসিভ লাইফ১০% বোনাস০.১৫
আরডি ফুড২% বোনাস০.১৪
মেঘনা সিমেন্ট৫% বোনাস০.১৩
*স্টাইলক্রাফট১০% বোনাস০.১৩
আনোয়ার গ্যালভানাইজিং৫% বোনাস০.০৭
মুন্নু স্টাফলার্স১০% বোনাস০.০২
মোট ৫১ কোম্পানি ৫০.২৫ কোটি শেয়ার

বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: