স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে পর্তুগালের ঘরের মাঠেই তাদের হারিয়েছে ফ্রান্স। পর্তুগালের লিসবনে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে ফ্রান্স। দলের হয়ে একমাত্র গোলটি করেন এনগোলো কান্তে। এ হারে ২০২০ সালের নেশনস লিগের মূলপর্বে ওঠার আগেই বাদ পড়ে গেল তারা।
এদিন দু’দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামে। যদিও ইনজুরির কারণে ফ্রান্সের দলের সঙ্গে যোগ দেননি কিলিয়ান এমবাপে। এরপরেও অ্যান্থনি মার্শিয়াল, কিংসলে কোম্যান এবং অ্যান্তনিও গ্রিজম্যানকে নিয়ে গড়া আক্রমণভাগের বিপরীতে বার্নার্দো সিলভা, জাও ফেলিক্স এবং ক্রিস্টিয়ানো রোনালদোরা পেরে ওঠেনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটিমাত্র গোল করে জয়ের তুলে নেয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ও নেশনস লিগের ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে সফরকারী ফ্রান্স। ১-০ গোলের এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে ফ্রান্স। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১০ পয়েন্ট।
নিজেদের শেষ ম্যাচে ফ্রান্স হারলে এবং পর্তুগাল জিতলে দুই দলের পয়েন্টই হবে সমান ১৩। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে ফ্রান্স। যে কারণে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের শিরোপা দৌড় থেকে বিদায়।
বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/এ