1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
পিছিয়ে পড়েও জয় পেলো জার্মানি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

পিছিয়ে পড়েও জয় পেলো জার্মানি

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
print sharing button

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে জার্মানি। লিগ ‘এ’ এর চার নম্বর গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি।

শনিবার রাতে রেড বুল অ্যারিনাতে ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সের মধ্যে অলেকসান্দার জুবকভের শট জার্মানির ডিফেন্সে প্রতিহিত হলে সেই বল পান ইয়ারেমচুককে। জোরালো শটে বল জালে পাঠান তিনি।

১ গোলে পিছিয়ে পড়া জার্মানি সমতায় ফেরে ২৩ মিনিটের মাথায়। কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল পেয়ে পেনাল্টি ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লেরয় সানে।

ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় জার্মানরা। রবিনের বাড়ানো ক্রস ডি-বক্সের ডান দিকে নিয়ন্ত্রণে নেন গোরেটস্কা। সাইড লাইন অতিক্রম করার আগেই বাড়িয়ে দেন গোলমুখে। হেড করে বল জালে পাঠান ভেরনার। লিড নেয় জার্মানি।

জার্মানরা তৃতীয় গোলের দেখা পান বিরতির পর। ৬৪ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে মাঝখানে পেয়ে যান ভেরনার। তার নেওয়া শট ইউক্রেনের ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়ায়।

বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ