বিনোদন ডেস্ক : ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের প্রভাব পড়েছে দৈনিক মজুরদের ওপর। বলিউডের বহু অভিনেতা–অভিনেত্রী উদার হয়ে এই সঙ্কটের সময় দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। দিন মজদুরদের সাহায্য করতে বলিউড অভিনেত্রী বাণী কাপুর একটু অন্যরকমভাবে এগিয়ে এলেন। পাঁচজন ভক্তের সঙ্গে ডেটে যাবেন বাণী!
তিনি জানিয়েছেন, যে সব শ্রমিকরা দেশজুড়ে লকডাউনের কারণে সঙ্কটের মুখে পড়েছেন তাদের দিকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভার্চুয়াল ডেটের মাধ্যমে তিনি দিন দিনমজুরদের জন্য অর্থ সংগ্রহ করছেন। তার যে পাঁচজন ভক্ত শ্রমিকদের জন্য খাবার কেনার অর্থ দান করবেন তাদের সঙ্গে ডেটে যাবেন।
বাণী বলেন, দেশজুড়ে করোনাভাইরাসের কারণে বহু মানুষ সমস্যায় রয়েছেন। একজন মানুষ হিসেবে আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমি দেশের দিনমজুর ও তাদের পরিবারের জন্য সামান্য কিছু অর্থ সাহায্য করছি যারা এই লকডাউনের সময় সবচেয়ে বেশি সঙ্কটের মধ্যে রয়েছে।
বাণী আরো বলেন, এর মাধ্যমে পাঁচ জন লাকি উইনার আমার সঙ্গে ভার্চুয়াল ডেটে যেতে পারবে, ভক্তদের অর্থের সাহায্য দেশের শ্রমিক ও তাদের পরিবারের মুখে আমরা অন্ন তুলে দিতে পারব। এর আগে অর্জুন কাপুরও সাহায্য করেছিলেন দিন মজুরদের।
জানা গেছে, এই অনুদান গিভইন্ডিয়া সংস্থাকে দেওয়া হবে। অলাভজনক এই সংগঠন দৈনিক মজুরদের গরম গরম রান্না করা খাবার দেয়। প্রত্যেক মিলের দাম ৩০ টাকা করে এবং তা বন্টন হয় মহারাষ্ট্র, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের বিভিন্ন জায়গায়।
বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ