বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৬ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১.০২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৪ টাকা বা ১৬ শতাংশ।
এদিকে কোম্পানিটির একক হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয়েছে ১.০১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ২০ শতাংশ।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা। আর ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকায়।
বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২০/এস