ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

  • পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • 61

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৭৪ জন। এ তথ্য জানিয়েছে পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মোট মারা গেছে ১৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। আর বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ১০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৬৩০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৫৫২ জন।

তালিকার আছে তৃতীয় অবস্থানে ব্রাজিল। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম এবং দশম স্থানে আছে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনা রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৭৪ জন। এ তথ্য জানিয়েছে পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মোট মারা গেছে ১৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। আর বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ১০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৬৩০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৫৫২ জন।

তালিকার আছে তৃতীয় অবস্থানে ব্রাজিল। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম এবং দশম স্থানে আছে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: