ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হারিসকে আস্তে বল করতে বললেন আফ্রিদি!

  • পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • 76

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে এক মজার ঘটনা ঘটেছে। পাকিস্তানের তরুণ পেসার হারিস রউফের এক দ্রুতগতির ইয়র্কারে বোল্ড হয়ে যান শহিদ আফ্রিদি। তাকে আউট করার পর হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন হারিস। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আফ্রিদিকে আউট করে ক্ষমা চেয়েছেন হারিস, এমন মন্তব্য করতে থাকেন সবাই। তবে হারিস পরে পরিষ্কার করেছেন ঘটনা, জানিয়েছেন মূলত তার উদযাপনেরই অংশ ছিল এটি। আফ্রিদি একজন কিংবদন্তি খেলোয়াড় হওয়ায় তার প্রতি সম্মান প্রদর্শনে হাত জোড় করেছিলেন তিনি। ক্রিকইনফোর সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন হারিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ভিডিও আপলোড করে ক্রিকইনফো। সেই ভিডিও রিটুইট করে আফ্রিদি আবার মজা করে হারিসের কাছে আবদার রেখেছেন, পরেরবার যেন তাকে আস্তে বোলিং করা হয়। আফ্রিদি-হারিসের এই খুনসুঁটিই এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচ্য বস্তু।

আফ্রিদি লিখেছেন, আনপ্লেয়েবল ইয়র্কার ছিল। হারিস দুর্দান্ত বোলিং করেছে। পরেরবার আমাকে আস্তে বল করো। (লাহোর) কালান্দার্সকে ফাইনালের জন্য শুভকামনা। আগামীকাল (আজ) জমজমাট এক ফাইনাল দেখার আশায় আছি।

উল্লেখ্য, দ্বিতীয় এলিমিনেটর ম্যাচটিতে আফ্রিদি যখন উইকেটে আসেন তখন বেশ চাপেই ছিল মুলতান সুলতানস। লাহোর কালান্দার্সের করা ১৮২ রান তাড়া করতে তখনও ৩৮ বলে ৬৭ রান প্রয়োজন ছিল মুলতানের।

সবার আশা ছিল আফ্রিদি হয়তো তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের প্রদর্শনী করে মুলতানকে ম্যাচ জেতাবেন। কিন্তু হয়েছে এর উল্টোটাই। হারিস রউফের প্রথম বলেই সোজা বোল্ড হয়ে যান আফ্রিদি। বল হাতে ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নিলেও ব্যাট হাতে গোল্ডেন ডাক সঙ্গী করেই সাজঘরে ফেরেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হারিসকে আস্তে বল করতে বললেন আফ্রিদি!

পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে এক মজার ঘটনা ঘটেছে। পাকিস্তানের তরুণ পেসার হারিস রউফের এক দ্রুতগতির ইয়র্কারে বোল্ড হয়ে যান শহিদ আফ্রিদি। তাকে আউট করার পর হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন হারিস। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আফ্রিদিকে আউট করে ক্ষমা চেয়েছেন হারিস, এমন মন্তব্য করতে থাকেন সবাই। তবে হারিস পরে পরিষ্কার করেছেন ঘটনা, জানিয়েছেন মূলত তার উদযাপনেরই অংশ ছিল এটি। আফ্রিদি একজন কিংবদন্তি খেলোয়াড় হওয়ায় তার প্রতি সম্মান প্রদর্শনে হাত জোড় করেছিলেন তিনি। ক্রিকইনফোর সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন হারিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ভিডিও আপলোড করে ক্রিকইনফো। সেই ভিডিও রিটুইট করে আফ্রিদি আবার মজা করে হারিসের কাছে আবদার রেখেছেন, পরেরবার যেন তাকে আস্তে বোলিং করা হয়। আফ্রিদি-হারিসের এই খুনসুঁটিই এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচ্য বস্তু।

আফ্রিদি লিখেছেন, আনপ্লেয়েবল ইয়র্কার ছিল। হারিস দুর্দান্ত বোলিং করেছে। পরেরবার আমাকে আস্তে বল করো। (লাহোর) কালান্দার্সকে ফাইনালের জন্য শুভকামনা। আগামীকাল (আজ) জমজমাট এক ফাইনাল দেখার আশায় আছি।

উল্লেখ্য, দ্বিতীয় এলিমিনেটর ম্যাচটিতে আফ্রিদি যখন উইকেটে আসেন তখন বেশ চাপেই ছিল মুলতান সুলতানস। লাহোর কালান্দার্সের করা ১৮২ রান তাড়া করতে তখনও ৩৮ বলে ৬৭ রান প্রয়োজন ছিল মুলতানের।

সবার আশা ছিল আফ্রিদি হয়তো তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের প্রদর্শনী করে মুলতানকে ম্যাচ জেতাবেন। কিন্তু হয়েছে এর উল্টোটাই। হারিস রউফের প্রথম বলেই সোজা বোল্ড হয়ে যান আফ্রিদি। বল হাতে ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নিলেও ব্যাট হাতে গোল্ডেন ডাক সঙ্গী করেই সাজঘরে ফেরেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: