বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ১৯ হাজার ৩৬৯টি শেয়ার ৮৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর।
এছাড়া এবি ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার, আমান ফিডের ৬ লাখ ৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৯ লাখ ৩০ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৮ লাখ ২৫ হাজার টাকার, বেক্সিমকোর ৫৭ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার, ডিবিএইচের ২৩ লাখ ৬২ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৬ লাখ ৩৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২০ লাখ ৬৫ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৪ ০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৯ লাখ ৪৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৭ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৮৮৬ লাখ ৪০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ৫৮ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ২ কোটি ৩০ লাখ ৮৫ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৫৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৮ লাখ ৮০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৭ লাখ ৬৮ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ৩৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১০ লাখ ৬৪ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ ১৯ হাজার টাকার এবং ওয়ালটনের ১৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২০/এস