বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭৩৩টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৬ কোটি ২৯৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ টাকার ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া এডিএন টেলিকমের ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ৫০ হাজার টাকার, এশিয়া প্যাফিসিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকের ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ১৪ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৩ হাজার টাকার, কপারটেকের ১০ লাখ ৬ হাজার টাকার, ডিবিএইচের ১৮ লাখ ৯৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৫ লাখ ১০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ২ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৩৩ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২১ লাখ ৩৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৯ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫২ লাখ ৯৯ হাজর টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৪ হাজার টাকার, রানার অটোর ১ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার, সায়হাম কটনের ৭ লাখ ৪৫ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ লাখ ৫ হাজার টাকার এবং সন্ধানী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০২০/এস