বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ল্যাবএইড হাসপাতালের এনজিওপ্লাস্টি করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছে, রিজভীর এনজিওপ্লাস্টি করেন অধ্যাপক ডা. সোহরাবুজ্জামান, অধ্যাপক ডা. লুৎফর রহমান, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, ডা. আবদুর জাহেদ, ডা. মনোয়ারুল কাদির বিটু।
এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।
পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।
গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই টেস্ট করা হয়েছে। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়লে আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় রিং পড়ানো হয়।
বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২০/এ