বিনোদন ডেস্ক : প্রথমবার একেবারেই ভিন্ন আমাজে নির্মিত হলো নাটক ‘সুইট নভেম্বর’। অবাক করা বিষয় হলো, ৪২ মিনিট ব্যাপ্তি এই নাটক পুরোটাই সংলাপবিহীন। ইফতেখার চৌধুরীর গল্পে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা তারেক রহমান।
জানা গেছে, সম্প্রতি রাজধানীর মিরপুরসহ বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। ভিন্নধর্মী এই গল্পের মূল নায়িকা হিসেবে দেখা যাবে সারিকা সাবরিনকে। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের পুরো গল্প। সারিকা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মীর সাব্বির।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রচলিত নাটকের ধারা থেকে বের হয়ে একদমই ভিন্ন কিছু করতে চেয়েছি। যার কারণে এই ধরণের গল্প। নাটকের চরিত্রটি বোবা কিংবা কথা বলতে পারেন না, এমন কিছুই নয়; তিনি একদম সাবলীল। তারপরও এখানে রয়েছে কিছু টুইস্ট।
নির্মাতা সুত্রে আরও জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২০/এ