ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়ারিয়ালের মাঠে হোঁচট খেলো রিয়াল

  • পোস্ট হয়েছে : ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • 48

স্পোর্টস ডেস্ক : লা লিগায় আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছে গত আসরের চ্যাম্পিয়নরা। রিয়াল এই ম্যাচে পায়নি সার্জিও রামোস, করিম বেনজেমা, কাসেমিরোসহ বেশ কয়েকজনকে। তারপরও শুরুটা দুর্দান্ত ছিল তাদের।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মারিয়ানো। শুরুতেই গোল খেলেও অবশ্য ঘাবড়ে যায়নি ভিয়ারিয়াল। বরং সমানতালে লড়তে থাকে। যদিও গোল শোধ করতে পারেনি প্রথমার্ধে।

১-০ গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ভিয়ারিয়াল। ৫৭তম মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন মোরেনো। তবে গোলের আক্ষেপ ঘুচে যায় ৭৬ মিনিটে। সামুয়েল চুকওয়িজিকে ফাউল করেন কর্তোয়া, পেনাল্টি পায় স্বাগতিকরা। ১-১ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভিয়ারিয়াল। এতে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভিয়ারিয়াল।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভিয়ারিয়ালের মাঠে হোঁচট খেলো রিয়াল

পোস্ট হয়েছে : ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : লা লিগায় আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছে গত আসরের চ্যাম্পিয়নরা। রিয়াল এই ম্যাচে পায়নি সার্জিও রামোস, করিম বেনজেমা, কাসেমিরোসহ বেশ কয়েকজনকে। তারপরও শুরুটা দুর্দান্ত ছিল তাদের।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মারিয়ানো। শুরুতেই গোল খেলেও অবশ্য ঘাবড়ে যায়নি ভিয়ারিয়াল। বরং সমানতালে লড়তে থাকে। যদিও গোল শোধ করতে পারেনি প্রথমার্ধে।

১-০ গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ভিয়ারিয়াল। ৫৭তম মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন মোরেনো। তবে গোলের আক্ষেপ ঘুচে যায় ৭৬ মিনিটে। সামুয়েল চুকওয়িজিকে ফাউল করেন কর্তোয়া, পেনাল্টি পায় স্বাগতিকরা। ১-১ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে ভিয়ারিয়াল। এতে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভিয়ারিয়াল।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: