বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের মহামারিতে বন্ধ থাকা প্রায় ২ মাসের (২৬ মার্চ-৩০ মে) সাধারন ছুটিকে প্রয়োজনীয় রিপোর্ট দাখিলের জন্য বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০২ জুন) বিএসইসির জারিকৃত এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কমিশনে যেকোন স্টেটমেন্ট, রিপোর্ট, রিটার্ন, ডকুমেন্ট বা ইনফরমেশন জমাদানে করোনাভাইরাসের জন্য ঘোষিত সাধারন ছুটিকে অন্তর্ভূক্ত করা হবে না। ওইসব তথ্যাদি জমাদানে সাধারন ছুটির সময় গণনা বর্হিভূত থাকবে। একইসঙ্গে কমিশন ছাড়াও স্টক এক্সচেঞ্জ ও কোন ব্যক্তিকে জমাদানে সাধারন ছুটির সময়কে অন্তর্ভূক্ত করা হবে না।
এদিকে সাধারন ছুটির সময়ে কোন সভা আয়োজন বা কোন নির্দেশনা পরিপালনের নির্দেশনাও শীথিল করা হয়েছে। অর্থাৎ ওইসময় সভা বা নির্দেশনা পরিপালনের বাধ্যবাধকতা থাকলেও তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মূল্য সংবেদনশীল তথ্য এর বাহিরে।
বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/আরএ