বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস দেশের মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। যার প্রভাব ভিন্নভাবে পড়তে যাচ্ছে ঢাকাই সিনেমায়। এবার চালু হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের অনলাইন টিকিটিং সিস্টেম।
আগামী ২৬ নভেম্বর থেকে যাত্রা শুরু করছে আই থিয়েটার নামের অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান। যার প্রথম ছবি হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘নবাব: এলএল.বি’। এ কারণে আগামী সপ্তাহ থেকে অনলাইনে ছাড়া হবে এর টিকিট। বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজক ও পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন, ২৬ নভেম্বর থেকে আই থিয়েটার যাত্রা শুরু করবে। এদিন থেকেই ‘নবাব এলএল.বি’র টিকিট পাওয়া যাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ছবিটি। নতুন এ ওটিটি প্রতিষ্ঠান প্রতি মাসে একটি করে ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করবে। আর প্রতিটি ছবির আগে এর টিকিট পাওয়া যাবে।
উল্লেখ্য, সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নবাব এলএল.বি’ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনিয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া বিভিন্ন চরত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমূখ।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ