ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এখন থেকে শুটিংও করা যাবে এফডিসিতে

  • পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • 55

বিনোদন ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে গত প্রায় দুই মাস এফডিসির সকল অফিস বন্ধ ছিল। চলচ্চিত্রের শুটিংসহ সকল কার্যক্রমও বন্ধ ছিল। সরকার ঘোষিত টানা দুই মাস সাধারণ ছুটি শেষে গত শনিবার থেকে দাপ্তরিক কার্যক্রমে ফিরেছে ফলে এখন থেকে শুটিংও করা যাবে এফডিসিতে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শুটিংয়ের জন্য বিএফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রযোজক ও পরিচালকরা চাইলে স্বাস্থ্যবিধি মেনে ফ্লোরে শুটিং করতে পারবেন।

এ প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, এফডিসির শুটিং ফ্লোরগুলো শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা যাবে। আশা করছি, দুই-একদিনের মধ্যে শুটিং ফ্লোরগুলো ব্যস্ত হয়ে যাবে। কেননা দীর্ঘদিন শুটিং করতে পারেননি নির্মাতারা।

এ ব্যাপারে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা শুটিংয়ের অনুমতি দিয়ে দেব। জুনের শুরু থেকেই সবকিছু খুলছে। সুতরাং আমরা আর শুটিং আটকে রেখে কী করব! প্রযোজক-পরিচালকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজ শুরু করতে চাইছেন।

তিনি বলেন, এভাবে আর কত দিনই বন্ধ রাখা যাবে? কাজ তো করতে হবে। এমনিতেই ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। দিনের পর দিন এভাবে বন্ধ থাকলে চোখের সামনেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। সরকারি স্বাস্থ্যবিধিসহ করোনার আক্রমণ থেকে বাঁচতে সব নিয়মকানুন মেনেই শুটিংয়ের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিএফডিসির দাপ্তরিক কাজ বন্ধ ছিল। শুধু পরিচ্ছন্নতা শাখা কর্মী ও নিরাপত্তা কর্মীরা এফডিসিতে ছিলেন।

বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এখন থেকে শুটিংও করা যাবে এফডিসিতে

পোস্ট হয়েছে : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

বিনোদন ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে গত প্রায় দুই মাস এফডিসির সকল অফিস বন্ধ ছিল। চলচ্চিত্রের শুটিংসহ সকল কার্যক্রমও বন্ধ ছিল। সরকার ঘোষিত টানা দুই মাস সাধারণ ছুটি শেষে গত শনিবার থেকে দাপ্তরিক কার্যক্রমে ফিরেছে ফলে এখন থেকে শুটিংও করা যাবে এফডিসিতে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শুটিংয়ের জন্য বিএফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রযোজক ও পরিচালকরা চাইলে স্বাস্থ্যবিধি মেনে ফ্লোরে শুটিং করতে পারবেন।

এ প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, এফডিসির শুটিং ফ্লোরগুলো শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা যাবে। আশা করছি, দুই-একদিনের মধ্যে শুটিং ফ্লোরগুলো ব্যস্ত হয়ে যাবে। কেননা দীর্ঘদিন শুটিং করতে পারেননি নির্মাতারা।

এ ব্যাপারে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা শুটিংয়ের অনুমতি দিয়ে দেব। জুনের শুরু থেকেই সবকিছু খুলছে। সুতরাং আমরা আর শুটিং আটকে রেখে কী করব! প্রযোজক-পরিচালকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজ শুরু করতে চাইছেন।

তিনি বলেন, এভাবে আর কত দিনই বন্ধ রাখা যাবে? কাজ তো করতে হবে। এমনিতেই ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। দিনের পর দিন এভাবে বন্ধ থাকলে চোখের সামনেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। সরকারি স্বাস্থ্যবিধিসহ করোনার আক্রমণ থেকে বাঁচতে সব নিয়মকানুন মেনেই শুটিংয়ের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিএফডিসির দাপ্তরিক কাজ বন্ধ ছিল। শুধু পরিচ্ছন্নতা শাখা কর্মী ও নিরাপত্তা কর্মীরা এফডিসিতে ছিলেন।

বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: