বিনোদন ডেস্ক : দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পেতে পারে ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘রাত জাগা ফুল’। সেই লক্ষ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে। রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক মীর সাব্বির।
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, আমরা চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। সে অনুসারে সব কাজ চলছে। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ওই সময়েই মুক্তি পাবে। দ্রুতই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি।
তিনি আরও বলেন, সম্প্রতি কন্ঠশিল্পী মমতাজ আপাকে দিয়ে আমরা ছবির টাইটেল সং করিয়েছি। আমাদের সিনেমার যে আবহ, সেটা বিবেচনায় তাঁকে দিয়ে গানটি করানো। তবে উনি যে ধরনের ফোক গান করেন, গানটি তেমন নয়।
উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে শুটিং শুরু হওয়া সিনেমাটিতে জুটি বেঁধেছেন আবু হুরায়রা তানভীর ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। এর মাধ্যমে প্রথম সিনেমা পরিচালনায় নাম লেখাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২০/এ