বিনোদন ডেস্ক : যখন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে এক-দু’জন ছিলো তখনই আমরা শুটিং করিনি। এখন তো ২৪ ঘন্টায় তিন হাজারও আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে শুটিংয়ে অংশ নেয়া অসম্ভব। আমার কাছে কাজের চেয়ে সুরক্ষা আগে। বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণেদুই মাসেরও বেশি সময় ধরে বাসায় গৃহবন্দি জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠা ফারিণ শুটিংয়ের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুটিংয়ে অংশ নিবেন কিনা জানতে চাইলে কথা গুলো বলেন এই অভিনেত্রী।
এদিকে ঈদেও তার অভিনীত ডজন খানেক নাটক প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে। তবে নাটকগুলোর শুটিং আগেই হয়েছিলো বলে জানালেন এই অভিনেত্রী।
করোনাকালে গৃহবন্দি হয়ে বাসা নিজের মতো করে সময় কাটাচ্ছেন। বই পড়ছেন, সিনেমা দেখছেন, নিজের অভিনয়ের বাইরে অন্যদের অভিনীত নাটকও দেখছেন নিয়মিত। শিখছেন রান্নাবান্নাও। তবে গৃহবন্দি সময়টাতে আরও একটি কাজ করছেন ফারিণ। সেটা হচ্ছে গল্প লেখা। এই সময়ে ফারিণ নিয়মিত গল্প লিখছেন বলেই জানান।
ফারিণ বলেন, সময়টা কাজেই লাগাচ্ছি। প্রথমে ব্যোরিং লাগলেও নিজেদের ও পরিবারের কথা ভেবে বাসায় থাকতেই হবে। তবে বাসায় থেকে বেশ কয়েকটি ছোট গল্প লিখেছি। জানিনা কেমন হচ্ছে তবে আমি লেখার ট্রাই করছি।
করোনায় নিজের চেয়েও পরিবার নিয়ে বেশি চিন্তিত ফারিণ। বিশেষ করে বাবা-মায়েয়র নিরাপত্তা নিয়েই ভাবনা বেশি তার। তাই লকডাউন না থাকলেও বাইরে বের হতে চাচ্ছেন না তিনি। কারণ লকডাউন শিথিল হলেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলছে। তাই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।
২০১৭ সালে সাফায়েত মনসুর রানা পরিচালিত ‘আমরা ফিরব কবে’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এর আগে ২০১৬ সাল থেকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি। তবে ফারিণের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমির ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি।
বিজনেস আওয়ার/০২ জুন, ২০২০/এ