ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার রাজনীতিতে নামছেন শ্রীলেখা!

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • 43

বিনোদন ডেস্ক : প্রায় সময় অভিনয়, বিতর্কিত বক্তব্য বা অন্য নানা কারণেই আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার রাজনৈতিক দলের শিক্ষামূলক কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বরাহনগরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিএম) একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে দেখা যায় শ্রীলেখাকে। আর তার পর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি রাজনীতিতে নামছেন?

সেখানকার সাংবাদিকরা শ্রীলেখাকে প্রশ্ন করেছিলেন। আর সাংবাদিকদের প্রশ্ন শুনেই হেসে ফেলেন। তারপর পাল্টা প্রশ্ন করেন, মনে হচ্ছে তাই? তা হলে তাই-ই…। এরপরই শ্রীলেখা বলেন, ‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। বাম নেতারাও জানেন তাদের প্রতি আমার সমর্থনের কথা।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বেশিরভাগই রাজ্যের শাসকদল তৃণমূল বা প্রধান বিরোধী দল বিজেপির রাজনীতি করেন। সে দিক বিবেচনায় শ্রীলেখা কি উল্টো হাওয়ায় চলছেন?

জবাবে এই অভিনেত্রী বলেন, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। সেজন্য শিক্ষার প্রয়োজন। কারণ এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার রাজনীতিতে নামছেন শ্রীলেখা!

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : প্রায় সময় অভিনয়, বিতর্কিত বক্তব্য বা অন্য নানা কারণেই আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার রাজনৈতিক দলের শিক্ষামূলক কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বরাহনগরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিএম) একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে দেখা যায় শ্রীলেখাকে। আর তার পর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি রাজনীতিতে নামছেন?

সেখানকার সাংবাদিকরা শ্রীলেখাকে প্রশ্ন করেছিলেন। আর সাংবাদিকদের প্রশ্ন শুনেই হেসে ফেলেন। তারপর পাল্টা প্রশ্ন করেন, মনে হচ্ছে তাই? তা হলে তাই-ই…। এরপরই শ্রীলেখা বলেন, ‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। বাম নেতারাও জানেন তাদের প্রতি আমার সমর্থনের কথা।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বেশিরভাগই রাজ্যের শাসকদল তৃণমূল বা প্রধান বিরোধী দল বিজেপির রাজনীতি করেন। সে দিক বিবেচনায় শ্রীলেখা কি উল্টো হাওয়ায় চলছেন?

জবাবে এই অভিনেত্রী বলেন, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। সেজন্য শিক্ষার প্রয়োজন। কারণ এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: