বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে সরব হওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। সেই লক্ষ্যে গত ২১ নভেম্বর শাকিব ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু শুরুতেই হোঁচট খেলেন এই অভিনেতা।
ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার মাত্র তিন দিনে তাঁর অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, ইনস্টাগ্রামে শাকিব খানের নামে আগে থেকেই প্রচুর ভুয়া অ্যাকাউন্ট ছিল। তারা শাকিবের অ্যাকাউন্টকে ফেক (ভুয়া) দাবি করে রিপোর্ট করেছে। ফলে এখন ইনস্টাগ্রামে শাকিবের অফিশিয়াল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না।
সূত্রটির আরও দাবি, ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সামাধান হয়ে যাবে।
উল্লেখ্য, ২১ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার খবর জানিয়েছিলেন শাকিব খান। সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমার ‘চিল করব চিল’ শিরোনামে পার্টি সংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শাকিব লিখেছিলেন, ‘প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, যাত্রা শুরু।’
বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২০/এ