স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। কিয়েভের মাঠে ৪-০ গোলের বড় জয় নিয়ে দুই ম্যাচ হাতে রেখে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সা।
ম্যচের প্রথমার্ধটা গোলের দেখা না পেলেও বিরতির পর ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সা। ৫২তম মিনিটে সের্জিনো দেস্তের গোলে শুরু। এরপর মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল।
ড্যানিশ ফরোয়ার্ড প্রথম গোলটি করেন ৫৭তম মিনিটে। এরপর ৭০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কিয়েভের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আঁতোয়া গ্রিজম্যান।
শেষ পর্যন্ত গ্রিজম্যানর গোলে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় মেসিহীন বার্সেলোনার। এই জয়ে গ্রুপ পর্বের চার ম্যাচের সবকটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় বার্সেলোনার।
এদিকে ইনজুরিগ্রস্ত বার্সেলোনা ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রামে রাখে। তবে তাতে বার্সার বড় জয় থেমে থাকেনি।
বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২০/এ