ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দ.আফ্রিকাকে হারালো ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • 25

স্পোর্টস ডেস্ক : জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ২৭ রানে ২ উইকেট হারানোর পরও ১৮০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংলিশরা।

অপরাজিত থাকা বেয়ারস্টোর ৪৮ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৪ ছয়ে। অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। স্টোকস ২৭ বলে করেন ৩৭ রান।

দলে জায়গা পাওয়া স্যাম কারেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং করেছেন। ২৮ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। যার মধ্যে তিনি সাজঘরে ফেরান গুরুত্বপূর্ণ উইকেট ফাফ ডু প্লেসিসকে।

এর আগে কেপটাউনের নিউল্যান্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার টেম্বা বাভুমাকে (৫) হারালেও অধিনায়ক কুইন্টন ডি কক (৩০) ও ডু প্লেসিসের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে ৩৪ রানে ৩ উইকেট হারালেও বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে জয় তুলে নেয়।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ.আফ্রিকাকে হারালো ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ২৭ রানে ২ উইকেট হারানোর পরও ১৮০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংলিশরা।

অপরাজিত থাকা বেয়ারস্টোর ৪৮ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৪ ছয়ে। অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। স্টোকস ২৭ বলে করেন ৩৭ রান।

দলে জায়গা পাওয়া স্যাম কারেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং করেছেন। ২৮ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। যার মধ্যে তিনি সাজঘরে ফেরান গুরুত্বপূর্ণ উইকেট ফাফ ডু প্লেসিসকে।

এর আগে কেপটাউনের নিউল্যান্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার টেম্বা বাভুমাকে (৫) হারালেও অধিনায়ক কুইন্টন ডি কক (৩০) ও ডু প্লেসিসের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে ৩৪ রানে ৩ উইকেট হারালেও বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে জয় তুলে নেয়।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: