বিজনেস আওয়ার ডেস্ক : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা। আর করোনা রোধে প্রথমত ঘন ঘন হাত ধোয়ার জন্য সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পানি না থাকলে সে ক্ষেত্রে ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
তবে করোনা থেকে সুরক্ষা পেতে দিনে কত বার হাত ধোয়া উচিত এ নিয়ে একটি গবেষণা চালিয়েছেন ব্রিটিশ গবেষকেরা। ওয়েলকাম ওপেন রিসার্চে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়। ভাইরাসটি যেহেতু সংক্রামক তাই ঘরে বাইরে সব সময় হাত ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গবেষণাটিতে অংশগ্রহণকারী ১৬৬৩ জনের মধ্যে দেখা যাচ্ছে, যারা দিনে অন্তত ৬ বার হাত ধুয়েছেন তাদের করোনায় আক্রান্তে তাদের সংখ্যা কম। তবে গবেষকদের পরামর্শ, করোনা থেকে পুরোপুরি নিরাপদ থাকতে অন্তত ১০ বার হাত ধোয়া উচিত। এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কম।
হাত ধোয়ার ক্ষেত্রে সাধারণ সাবান ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এতে করোনার জীবাণু মরে যাবে। ২০ সেকেন্ড সময় প্রতিবার হাত ধুতে হবে।
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২০/এ