ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • 69

বিনোদন ডেস্ক : পেশাদার অভিনেতা ফজলুর রহমান বাবু। বড়পর্দা, ছোটপর্দা সমানতালে মাতিয়ে তোলেন। গায়ক হিসেবেও অসাধারণ। তবে সেটিকে খুব বেশি সময় দিচ্ছেন না। কিন্তু রেখেছেন শখের তালিকায়। মাঝে মধ্যে গান গেয়ে মুগ্ধতা ছড়ান।

সেই ধারাবাহিকতায় এবার নতুন গানে কণ্ঠে দিলেন। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে একটি গানটির কথা ও সুর করেছেন শিমুল সরকার। গানটির কথাগুলো এমন- চান্দে বসত কইরো কইন্যা/ চান্দে বাড়ি ঘর/ তোমার সনে আমার পিরিত/ ইহ জনম পর…।

এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, গান তো নিয়মিত গাওয়া হয়না। তবে শ্রোতারা আগের গানগুলোর মতোই এই গানটিও পছন্দ করবেন বলে বিশ্বাস করি।

জানা গেছে, গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট-এর জন্য। শিগগিরই গানটির ভিডিও উন্মুক্ত হবে এই নামের ইউটিউব চ্যানেলে। তাছাড়া বিভিন্ন অডিও অ্যাপেও শোনা যাবে গানটি।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : পেশাদার অভিনেতা ফজলুর রহমান বাবু। বড়পর্দা, ছোটপর্দা সমানতালে মাতিয়ে তোলেন। গায়ক হিসেবেও অসাধারণ। তবে সেটিকে খুব বেশি সময় দিচ্ছেন না। কিন্তু রেখেছেন শখের তালিকায়। মাঝে মধ্যে গান গেয়ে মুগ্ধতা ছড়ান।

সেই ধারাবাহিকতায় এবার নতুন গানে কণ্ঠে দিলেন। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে একটি গানটির কথা ও সুর করেছেন শিমুল সরকার। গানটির কথাগুলো এমন- চান্দে বসত কইরো কইন্যা/ চান্দে বাড়ি ঘর/ তোমার সনে আমার পিরিত/ ইহ জনম পর…।

এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, গান তো নিয়মিত গাওয়া হয়না। তবে শ্রোতারা আগের গানগুলোর মতোই এই গানটিও পছন্দ করবেন বলে বিশ্বাস করি।

জানা গেছে, গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট-এর জন্য। শিগগিরই গানটির ভিডিও উন্মুক্ত হবে এই নামের ইউটিউব চ্যানেলে। তাছাড়া বিভিন্ন অডিও অ্যাপেও শোনা যাবে গানটি।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: