স্পোর্টস ডেস্ক : কঠিন ম্যাচে কিভাবে জিততে হয় টাইগাররা সেটি শিখেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সময়েই। ৫০ টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা এই তারকা লাল সবুজের দলকে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন।
সম্প্রতি ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে বাশার বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশের নাম জানিয়েছেন। তবে তিনি যাদের সঙ্গে খেলেছেন তারাই ঠাঁই পেয়েছেন এখানে। আর এই দলে অনুমিতভাবেই রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের তিন সেরা তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। একাদশে আছেন টাইগার ক্রিকেটের আরেক জীবন্ত কিংবদন্তী মাশরাফি বিন মর্তুজাও।
বাশারের দেশ সেরা টেস্ট দল: তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, শাহাদাত হোসেন।
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২০/এ