1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ডিএসইর মুনাফা কমেছে ৭২ শতাংশ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

ডিএসইর মুনাফা কমেছে ৭২ শতাংশ

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
print sharing button
DSE-2

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনায় তালিকাভুক্ত কোম্পানির ন্যায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুনাফায়ও বড় নেতিবাচক প্রভাব পড়েছে। আগের অর্থবছরের তুলনায় স্টক এক্সচেঞ্জটির ২০১৯-২০ অর্থবছরে মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা বা ৭২ শতাংশ। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে করোনার সময় ২ মাস শেয়ারবাজার বন্ধ থাকা।

জানা গেছে, ডিএসইর ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ০.১৫ টাকা হিসাবে মোট মুনাফা হয়েছে ২৭ কোটি ৬ লাখ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরে ছিল শেয়ারপ্রতি ৫৪ টাকা হিসাবে ৯৭ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে ২০১৯-২০ অর্থবছরে মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা বা ৭২ শতাংশ।

ডিএসইর এক পরিচালক বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে গত অর্থবছরে ব্যবসায় অবনমন হয়েছে। ওই সময় প্রায় ২ মাস শেয়ারবাজার বন্ধ থাকায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এছাড়া এফডিআরের সুদের হার কমে যাওয়ায় আয় কমেছে। কিন্তু ব্যয় কমেনি।

ডিএসইর পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ০.১৫ টাকা ইপিএসের বিপরীতে ৩ শতাংশ হারে শেয়ারপ্রতি ০.৩০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ যে পরিমাণ মুনাফা অর্জন করেছে, তার দ্বিগুণ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে মুনাফার বাকি ২৭ কোটি ৬ লাখ টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।

বিজনেস আওয়ার/০১ ডিসেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ