1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
অলটেক্স ইন্ডাস্ট্রিজে হিসাব মান লঙ্ঘন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

অলটেক্স ইন্ডাস্ট্রিজে হিসাব মান লঙ্ঘন

  • পোস্ট হয়েছে : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করা হয়েছে। নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আইএএস-১২ অনুযায়ি, ডেফার্ড ট্যাক্স গণনা করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

দেরীতে নিয়োগের কারনে কোম্পানির আর্থিক হিসাবে দেখানো ২২৪ কোটি ১০ লাখ টাকার স্থায়ী সম্পদ ও ৪৪ কোটি ৭১ লাখ টাকার মজুদ পণ্যের সত্যতা যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া সুযোগের সীমাবদ্ধতার কারনে বিকল্প নিরীক্ষা পদ্ধতিও প্রয়োগ করতে পারেননি।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ মূসক প্রদান করেনি। এ কারনে কোম্পানিটিকে জরিমানা প্রদান করা হতে পারে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ কোন সঞ্চিতি গঠন করেনি।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ কয়েক বছর ধরে লোকসানে নিমজ্জিত রয়েছে। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.৪৭ টাকা করে মোট ৩০ কোটি ৬১ লাখ টাকা লোকসান হয়েছে।

লোকসানের কারনে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তিও বন্ধ রয়েছে। ২০১৫ সালের পরে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষনা করেনি।

উল্লেখ্য, ৫৫ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের অলটেক্স ইন্ডাস্ট্রিজে ১১ কোটি ৪৭ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যে কোম্পানিটির সোমবার (৩০ নভেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৭.৭০ টাকায়।

বিজনেস আওয়ার/০২ ডিসেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ