ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবছর ডেঙ্গুতে কোনো প্রাণহানি ঘটেনি : তাপস

  • পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন ‘সারা বছর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রাখার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে ডিএসসিসি। এতে নগরে এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে। এ বছর ডেঙ্গুর কারণে কোনো প্রাণহানি ঘটেনি।’

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সিরডাপ (সেন্টার অন দি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২০ ও ২০২১-২৩ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা সিটি করপোরেশনের গুরুদায়িত্ব। সে লক্ষ্যে গতকাল (১ ডিসেম্বর) থেকেই ডিএসসিসির কার্যক্রম শুরু করেছি। ১১টি খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে কীভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, বিনোদনমূলক পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়, আমাদের ছেলে-মেয়েরা, ঢাকাবাসী যেন সাইকেল চালিয়ে-হেঁটে সেখানে ঘুরে বেড়াতে পারেন, সে ব্যবস্থা করা হবে।’

যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্ট সোসাইটিকে দান-অনুদানের সর্বোত্তম জায়গা উল্লেখ করে মেয়র বলেন, ‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম বৃদ্ধি করতে চাই। কিন্তু অর্থায়নের অভাবে অনেক কার্যক্রম আমরা নিতে পারিনি। সেজন্য যারা আর্ত-মানবতার সেবায় নিবেদিত হতে চান, আমি তাদের সবার প্রতি নিবেদন করব, আপনাদের যেকোনো দান-অনুদান রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করুন।

ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সংখ্যা ও কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা আগামী বছরের মধ্যে এ সংখ্যা পাঁচ হাজারে নিয়ে যেতে চাই এবং আমাদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে আমরা বাজেট তিনগুণ করেছি। তারই অংশ হিসেবে মধুমতি ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।’

বিজনেস আওয়ার/০২ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবছর ডেঙ্গুতে কোনো প্রাণহানি ঘটেনি : তাপস

পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন ‘সারা বছর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রাখার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে ডিএসসিসি। এতে নগরে এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে। এ বছর ডেঙ্গুর কারণে কোনো প্রাণহানি ঘটেনি।’

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সিরডাপ (সেন্টার অন দি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২০ ও ২০২১-২৩ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা সিটি করপোরেশনের গুরুদায়িত্ব। সে লক্ষ্যে গতকাল (১ ডিসেম্বর) থেকেই ডিএসসিসির কার্যক্রম শুরু করেছি। ১১টি খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে কীভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, বিনোদনমূলক পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়, আমাদের ছেলে-মেয়েরা, ঢাকাবাসী যেন সাইকেল চালিয়ে-হেঁটে সেখানে ঘুরে বেড়াতে পারেন, সে ব্যবস্থা করা হবে।’

যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্ট সোসাইটিকে দান-অনুদানের সর্বোত্তম জায়গা উল্লেখ করে মেয়র বলেন, ‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম বৃদ্ধি করতে চাই। কিন্তু অর্থায়নের অভাবে অনেক কার্যক্রম আমরা নিতে পারিনি। সেজন্য যারা আর্ত-মানবতার সেবায় নিবেদিত হতে চান, আমি তাদের সবার প্রতি নিবেদন করব, আপনাদের যেকোনো দান-অনুদান রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করুন।

ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সংখ্যা ও কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা আগামী বছরের মধ্যে এ সংখ্যা পাঁচ হাজারে নিয়ে যেতে চাই এবং আমাদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে আমরা বাজেট তিনগুণ করেছি। তারই অংশ হিসেবে মধুমতি ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।’

বিজনেস আওয়ার/০২ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: