বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর ঈদ উপলক্ষে গত ২৫ মে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় জনপ্রিয় যুগল নির্মাতা নয়ন-মিলটনের পরিচালিত নাটক ‘আলাদিন দ্য ডিজিটাল’। নাটকটি প্রকাশের পরপরই সাড়া ফেলেছে ইউটিউবে। সপ্তাহ পেরুতে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন নাটকটি।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নয়ন বাবু, তানিন তানহা, তানজিম হাসান অনিক, শম্পা নিজাম, রুহুল আমিন, খায়রুল আলম প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে যুগল নির্মাতা নয়ন-মিলটন বলেন, ঈদ উপলক্ষে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া ‘আলাদিন দ্য ডিজিটাল’ নাটকটিতে আমরা ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করেছি। ঈদে দর্শক সেটি গ্রহন করেছেন। আমাদের নাটকটি দর্শক দেখেছেন, এখানেই আমাদের স্বার্থকতা।
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে নাটকটি ১০ লক্ষ ২০ হাজারের বেশী মানুষ উপভোগ করেছেন। সৃষ্টি মাল্টিমিডিয়া এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে।
এর আগে রতনের মুসলমানি, বাঁকা ভাইরা, ঘেটু চাচা, কানা বাবা, বাপ বেটা ৪২০, আদম ব্যাপারী, বোকা ছেলে, বিএসসি মন্টু, বউ মরা কপাল, ভালোবাস ৫০-৫০ নাটকের মাধ্যমে ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছিলেন যুগল এই নির্মাতা।
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২০/এ