ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাদেজার সিরিজ শেষ

  • পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • 43

স্পোর্টস ডেস্ক : শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের তীব্র গতির বাউন্সার জাদেজার ব্যাটের কানায় লেগে হেলমেটে আঘাত হানে। হেলমেটে আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান জাদেজা। এমনকি মাঠে তার কনকাশন পরীক্ষাও করা হয়নি। তবে তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে মনে হচ্ছিল।

ইনিংস শেষে ভারতীয় মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়, জাদেজার কনকাশনের সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ তার মাথা ঝিমঝিম করছে। তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। এবার জানা গেল, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ভারতীয় অলরাউন্ডার।

ম্যাচটিতে ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময় হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে দেখা গেছে জাদেজাকে। তবু আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তবে ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার তার ব্যাটে লাগার পর আঘাত হানে হেলমেটে। তখন খুব একটা সমস্যা মনে হয়নি।

জাদেজার কনকাশনের বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইনিংস বিরতিতে নিবিড় পর্যবেক্ষণের পর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়েছে। শনিবার সকালে আরও কয়েক দফা পর্যবেক্ষণের পর প্রয়োজন পড়লে স্ক্যান করানো হবে। তার বদলে বাকি দুই ম্যাচের স্কোয়াডে থাকবেন শার্দুল ঠাকুর।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জাদেজার সিরিজ শেষ

পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের তীব্র গতির বাউন্সার জাদেজার ব্যাটের কানায় লেগে হেলমেটে আঘাত হানে। হেলমেটে আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান জাদেজা। এমনকি মাঠে তার কনকাশন পরীক্ষাও করা হয়নি। তবে তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে মনে হচ্ছিল।

ইনিংস শেষে ভারতীয় মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়, জাদেজার কনকাশনের সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ তার মাথা ঝিমঝিম করছে। তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। এবার জানা গেল, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ভারতীয় অলরাউন্ডার।

ম্যাচটিতে ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময় হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে দেখা গেছে জাদেজাকে। তবু আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তবে ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার তার ব্যাটে লাগার পর আঘাত হানে হেলমেটে। তখন খুব একটা সমস্যা মনে হয়নি।

জাদেজার কনকাশনের বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইনিংস বিরতিতে নিবিড় পর্যবেক্ষণের পর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়েছে। শনিবার সকালে আরও কয়েক দফা পর্যবেক্ষণের পর প্রয়োজন পড়লে স্ক্যান করানো হবে। তার বদলে বাকি দুই ম্যাচের স্কোয়াডে থাকবেন শার্দুল ঠাকুর।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: