ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত আফগান স্পিনার মুজিব

  • পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • 42

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে ক্রিকেট জগতেও। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

জানা গেছে, ১৯ বছর বয়সী এ স্পিনার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। বিগ ব্যাশ লিগের দশম আসরে অংশ নিতে গত সপ্তাহে কাবুল থেকে অস্ট্রেলিয়ায় আসেন মুজিব।

ব্রিসবেন হিট বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দুই নম্বর বোলার মুজিব গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। কোনো উপসর্গ ছাড়াই তার কোভিড ধরা পড়ে। আপাতত কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকবেন মুজিব।

বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি এবার অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মুজিব এবং ব্রিসবেন হিট আমাদের পূর্ণ সমর্থণ পাবে। আশা করছি সরকারের কোভিড প্রটোকল মেনে দ্রুত মুজিব মাঠে ফিরবেন।

কোভিড নেগেটিভ আসলে ব্রিসবেন হিটের তাঁবুতে যোগ দিতে পারবেন। ধারণা করা যাচ্ছে, বিগ ব্যাশ লিগের প্রথম দুই ম্যাস মিস করতে যাচ্ছেন মুজিব। ১১ ও ১৪ ডিসেম্বর তাদের ম্যাচ মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় আক্রান্ত আফগান স্পিনার মুজিব

পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে ক্রিকেট জগতেও। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

জানা গেছে, ১৯ বছর বয়সী এ স্পিনার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। বিগ ব্যাশ লিগের দশম আসরে অংশ নিতে গত সপ্তাহে কাবুল থেকে অস্ট্রেলিয়ায় আসেন মুজিব।

ব্রিসবেন হিট বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দুই নম্বর বোলার মুজিব গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। কোনো উপসর্গ ছাড়াই তার কোভিড ধরা পড়ে। আপাতত কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকবেন মুজিব।

বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি এবার অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মুজিব এবং ব্রিসবেন হিট আমাদের পূর্ণ সমর্থণ পাবে। আশা করছি সরকারের কোভিড প্রটোকল মেনে দ্রুত মুজিব মাঠে ফিরবেন।

কোভিড নেগেটিভ আসলে ব্রিসবেন হিটের তাঁবুতে যোগ দিতে পারবেন। ধারণা করা যাচ্ছে, বিগ ব্যাশ লিগের প্রথম দুই ম্যাস মিস করতে যাচ্ছেন মুজিব। ১১ ও ১৪ ডিসেম্বর তাদের ম্যাচ মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: