বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো : বিডিকম অনলাইন, এডিএন টেলিকম, শাহজালাল ইসলামী ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং দেশ গার্মেন্টস।
কোম্পানিগুলোর মধ্যে বিডিকম অনলাইনের ৭ জুন বিকাল ৩টায়, এডিএন টেলিকমের ১০ জুন বিকাল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ জুন বিকাল ৩টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯ জুন বিকাল ৩টায় এবং দেশ গার্মেন্টসের বোর্ড সভা ১০ জুন বিকাল ২.১৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে বিডিকম অনলাইন, এডিএন টেলিকম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও দেশ গার্মেন্টসের বোর্ড সভায় ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আর শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বিজনেস আওয়ার/০৩ জুন, ২০২০/এস