বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : ২০১৩-১৪ (ফার্মেসী বিভাগ) ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সেমিস্টারের সকল পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপিও প্রদান করেন তারা।
এসময় ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, আমাদের ফার্মেসি বিভাগ ৫ বছরের কোর্স কিন্তু প্রায় ৭ বছর শেষ হলেও আমাদের গ্রাজুয়েশন শেষ হয়নি। সরকারি চাকরির বয়সসীমা প্রায় সন্নিকটে চলে আসছে। আমাদের ৫ বছরের কোর্স হলেও সরকারি চাকরির বয়সসীমার ক্ষেত্রে কোনো বয়স বাড়ানো হয়নি। এক্ষেত্রে আমরা অন্য বিভাগ থেকে ১ বছর সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আমরা পরিবারের সম্মতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারির মধ্যেই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
২০১৫-১৫ সেশনের শিক্ষার্থী ওয়াজিদ উল্লাহ বলেন, আমাদের চার বছরের কোর্সে ৫ বছর অনেক আগেই শেষ হয়েছে। এখন আমরা হতাশার মধ্যে সময় অতিবাহিত করছি। করোনায় মারা না গেলেও জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি। চাকরির বয়সসীমা শেষ হলে সারা জীবন ভুগতে হবে আমাদের। শুধুমাত্র একটি পরীক্ষার জন্য শতশত শিক্ষার্থীর জীবন আজ হতাশায় নিমজ্জিত। পরিবার চেয়ে আছে আমাদের দিকে। অছচ নিরুপায় হয়ে শুধু জীবনের মূল্যবান সময় হারিয়ে যেতে দেখছি।
এসময় তারা আরোও বলেন, ২০১৩-১৪ (ফার্মেসী বিভাগ) ও ২০১৫-১৬ সেশনের স্নাতক শেষ সেমিস্টারের সকল পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে জানুয়ারির মধ্যে নিতে হবে। না হলে আন্দোলনে যাওয়ার ঘোষনা দেয়া হয় মানববন্ধনে।
বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২০/এ