ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে সজল-মিমের ‘শহুরে বানর’

  • পোস্ট হয়েছে : ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • 53

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘শহুরে বানর’ শিরোনামে একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল ও অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। সাইফ উদ্দীন আজাদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মামুন খান।

নাটকের গল্পে দেখা যাবে, একটি নামিদামি কোম্পানিতে উচ্চপদে চাকরি করেও সন্তষ্ট নয় সজল। কারণ, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি নেই। যে কোম্পানিতে সজল চাকরি করে, সেখানে এক মেয়ের সঙ্গে তার প্রেম।

একটা সময় সজল বুঝতে পারে, স্টারডম, ধন-সম্পত্তি চাইলেই করা যায়; কিন্তু মনের ইচ্ছে অনেক সময় চাইলেও পূরণ করা যায় না। তার ছোটবেলা থেকেই ইচ্ছে লেখক হওয়ার। একটা সময় সে সবকিছু ছেড়ে দিয়ে তার মনের ইচ্ছেকে পূর্ণতা দিতে চায়।

আর সজলের এমন সিদ্ধান্তে অবাক প্রেমিকা ও তার পরিবার। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শহুরে বানর’। সরকার মিডিয়া প্রযোজিত নাটকটি আগামী ১৭ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সজল বলেন, নাটকের গল্পটি চমৎকার। নামের সঙ্গে যথার্থ এক কাজ। মানুষ তার ইচ্ছের কাছে বন্দি—এমনই এক অসাধারণ গল্পে কাজটি করেছি। দর্শক এ কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন। আশা করি, সবার ভালো লাগবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মামুন খান বলেন, আমি ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। মানুষ অনেকাংশে তার ইচ্ছের পূর্ণতার কাছে বন্দি। অনেক সময় চাইলেও নিজেদের ইচ্ছেগুলো মাটিচাপা দিয়ে দিতে হয়। সে রকমই গল্পে আমার এই নাটক।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “আসছে সজল-মিমের ‘শহুরে বানর’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে সজল-মিমের ‘শহুরে বানর’

পোস্ট হয়েছে : ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘শহুরে বানর’ শিরোনামে একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল ও অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। সাইফ উদ্দীন আজাদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মামুন খান।

নাটকের গল্পে দেখা যাবে, একটি নামিদামি কোম্পানিতে উচ্চপদে চাকরি করেও সন্তষ্ট নয় সজল। কারণ, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি নেই। যে কোম্পানিতে সজল চাকরি করে, সেখানে এক মেয়ের সঙ্গে তার প্রেম।

একটা সময় সজল বুঝতে পারে, স্টারডম, ধন-সম্পত্তি চাইলেই করা যায়; কিন্তু মনের ইচ্ছে অনেক সময় চাইলেও পূরণ করা যায় না। তার ছোটবেলা থেকেই ইচ্ছে লেখক হওয়ার। একটা সময় সে সবকিছু ছেড়ে দিয়ে তার মনের ইচ্ছেকে পূর্ণতা দিতে চায়।

আর সজলের এমন সিদ্ধান্তে অবাক প্রেমিকা ও তার পরিবার। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শহুরে বানর’। সরকার মিডিয়া প্রযোজিত নাটকটি আগামী ১৭ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সজল বলেন, নাটকের গল্পটি চমৎকার। নামের সঙ্গে যথার্থ এক কাজ। মানুষ তার ইচ্ছের কাছে বন্দি—এমনই এক অসাধারণ গল্পে কাজটি করেছি। দর্শক এ কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন। আশা করি, সবার ভালো লাগবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মামুন খান বলেন, আমি ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। মানুষ অনেকাংশে তার ইচ্ছের পূর্ণতার কাছে বন্দি। অনেক সময় চাইলেও নিজেদের ইচ্ছেগুলো মাটিচাপা দিয়ে দিতে হয়। সে রকমই গল্পে আমার এই নাটক।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: