ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে দর্শক ফেরা ম্যাচ লিভারপুলের বড় জয়

  • পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • 43

স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় নয় মাস পরে অ্যানফিল্ডে দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেলেছে লিভারপুল। রোববার রাতের এ ম্যাচে উলভার হ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

অল রেড দের হয়ে একটি করে গোল করেছেন সালাহ, ভাইনালডাম ও জোয়েল ম্যাটিপ। আর ম্যাচে আত্মঘাতী একটি গোল করেছেন উলভসের রাইটব্যাক সেমেদো।

এদিন ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। মাঝমাঠ থেকে জর্ডান হেন্ডারসনের বাড়ানো বল ডি-বক্সে ক্লিয়ার করতে পারেননি সফরকারী ডিফেন্ডার কনর কোডি। সুযোগ বুঝে দারুণ ক্ষিপ্রতায় গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৫৮তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভাইনালডাম।

৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন ম্যাটিপ। সালাহর চমৎকার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান তিনি। এরপর ৭৮তম মিনিটে নেলসন সেমেদোর আত্মঘাতী গোলে বড় জয় পায় লিভারপুল।

এ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘরের মাঠে দর্শক ফেরা ম্যাচ লিভারপুলের বড় জয়

পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় নয় মাস পরে অ্যানফিল্ডে দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেলেছে লিভারপুল। রোববার রাতের এ ম্যাচে উলভার হ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

অল রেড দের হয়ে একটি করে গোল করেছেন সালাহ, ভাইনালডাম ও জোয়েল ম্যাটিপ। আর ম্যাচে আত্মঘাতী একটি গোল করেছেন উলভসের রাইটব্যাক সেমেদো।

এদিন ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। মাঝমাঠ থেকে জর্ডান হেন্ডারসনের বাড়ানো বল ডি-বক্সে ক্লিয়ার করতে পারেননি সফরকারী ডিফেন্ডার কনর কোডি। সুযোগ বুঝে দারুণ ক্ষিপ্রতায় গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৫৮তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভাইনালডাম।

৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন ম্যাটিপ। সালাহর চমৎকার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান তিনি। এরপর ৭৮তম মিনিটে নেলসন সেমেদোর আত্মঘাতী গোলে বড় জয় পায় লিভারপুল।

এ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: