স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে টটেনহ্যাম। তবে একের পর এক হারতে থাকা আর্সেনালের জালে দুই গোলের বেশি দিতে পারেনি হটস্পাররা। এ নিয়ে লিগে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হারল আর্সেনাল।
ম্যাচের শুরু থেকে আর্সেনাল বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না তেমন ধার। প্রতি-আক্রমণে ত্রয়োদশ মিনিটে সনের চমৎকার এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। জিওভানি লো সেলসোর বাড়ানো বল গোল পোস্টের ছয় গজ দূরে ডি-বক্সের কোণা থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কেইন। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।
৬৮তম মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় সফরকারীরা। তবে আলেকসঁদ লাকাজেতের হেড ঝাঁপিয়ে ফেরান টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস। বাকি সময়ে আরও কয়েকবার আক্রমণে উঠলেও টটেনহ্যামের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল।
১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে টটেনহ্যামের ২৪ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২০/এ