স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম দফায় ছয়জন করোনা পজিটিভ হওয়ার পরেও সতর্ক হয়নি বাকি। বায়ো সিকিউর বাবলের বিধিনিষেধকে খুব একটা পাত্তা দেয়নি। যার ফলে আরও ৪ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাসের উপস্থিতি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মাঠে নামার আগেই হয়তো দেশে ফিরতে হতো পুরো দলকে।
কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। অবশেষে ভালো খবর পেয়েছে পাকিস্তান। করোনামুক্ত থাকা ৪৪ জনই রোববার করা শেষ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। যার ফলে এখন আর মাঠের অনুশীলনে নামতে কোনো বাঁধা রইল না। তবে এর আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে পাকিস্তানকে। এটি পেয়ে গেলে মঙ্গলবার অনুশীলন শুরু করবে তারা।
আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে অন্তত সপ্তাহখানেক সময় অনুশীলনের সময় পাচ্ছে তারা। টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি পাকিস্তান ‘এ’ দল নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলবে। যেগুলো মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রস্তুতি হিসেবেই গণ্য হচ্ছে।
আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে কুইন্সটাউনে শুরু হবে প্রথম ম্যাচ। পরে ১৭ তারিখ ওয়াঙারাইতে হবে দ্বিতীয় ম্যাচটি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২০/এ