ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুবাই গেলেন মুমিনুল

  • পোস্ট হয়েছে : ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • 42

স্পোর্টস ডেস্ক : আঙুলে অস্ত্রোপচার করাতে দুবাইর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বস্ত্রীক দুবাই রওয়ানা হন মুমিনুল।

জাতীয় দলের ক্রিকেটারদের দেশের বাইরে আসা-যাওয়ার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট কর্মকর্তা ওয়াসিম খান জানিয়েছেন, সকাল ৯.৫৫ মিনিটে ছিল ফ্লাইট। কিন্তু ঘণ কুয়াশার কারণে ফ্লাইট আধা ঘণ্টা বিলম্বে ছাড়ে।

মুমিনুল জানান, আগামীকাল বুধবার তার হাতের আঙ্গুলে অস্ত্রোপচার করা হবে। এরপর ১১ তারিখ পর্যন্ত তার দুবাইতে থাকার কথা। তবুও পুরো বিষয়টা নির্ভর করছে ডাক্তারের ওপর। ডাক্তার ছাড় দিলে ১১ তারিখ দেশে ফিরব।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ভালোই খেলছিলেন মুমিনুল হক। দুই ম্যাচ খেলেছিলেন। রান বেশি করতে হয়নি। তবে দুই ম্যাচেই ছিলেন অপরাজিত।

সর্বশেষ জেমকন খুলনার বিপক্ষে খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় যে চোট পেয়েছিলেন আঙ্গুলে, সেটাতেই দেখো গেলো ফ্র্যাকচার হয়ে গেছে। যে কারণে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তে হয় টেস্ট দলের অধিনায়ককে।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুবাই গেলেন মুমিনুল

পোস্ট হয়েছে : ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : আঙুলে অস্ত্রোপচার করাতে দুবাইর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বস্ত্রীক দুবাই রওয়ানা হন মুমিনুল।

জাতীয় দলের ক্রিকেটারদের দেশের বাইরে আসা-যাওয়ার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট কর্মকর্তা ওয়াসিম খান জানিয়েছেন, সকাল ৯.৫৫ মিনিটে ছিল ফ্লাইট। কিন্তু ঘণ কুয়াশার কারণে ফ্লাইট আধা ঘণ্টা বিলম্বে ছাড়ে।

মুমিনুল জানান, আগামীকাল বুধবার তার হাতের আঙ্গুলে অস্ত্রোপচার করা হবে। এরপর ১১ তারিখ পর্যন্ত তার দুবাইতে থাকার কথা। তবুও পুরো বিষয়টা নির্ভর করছে ডাক্তারের ওপর। ডাক্তার ছাড় দিলে ১১ তারিখ দেশে ফিরব।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ভালোই খেলছিলেন মুমিনুল হক। দুই ম্যাচ খেলেছিলেন। রান বেশি করতে হয়নি। তবে দুই ম্যাচেই ছিলেন অপরাজিত।

সর্বশেষ জেমকন খুলনার বিপক্ষে খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় যে চোট পেয়েছিলেন আঙ্গুলে, সেটাতেই দেখো গেলো ফ্র্যাকচার হয়ে গেছে। যে কারণে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়তে হয় টেস্ট দলের অধিনায়ককে।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: