বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িক পরী মনি। দেশের একমাত্র অভিনেত্রী হিসেবে ফোর্বসের পাতায় নাম উঠল পরীমনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের সরব উপস্থিতি লাখো অনুসারীকে আকর্ষণ করেছে ফোর্বস।
বর্ণনায় ফোর্বসের উল্লেখ করেছে, বাংলাদেশের এই অভিনেত্রী (২৮) এক কোটি ফলোয়ার রয়েছে। পরী মনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন পরী।
তবে এই ক্যাপশনের সঙ্গে তার কোনও ছবি পাওয়া যায়নি। যেখানে পরিচিতির পাশাপাশি রয়েছে অন্য সব তারকার ছবি।
একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর। এরপরের অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্ন।
বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ