ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর চরিত্রে বলিউডের আদিল!

  • পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • 44

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আরেকটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে বলিউডে। সিনেমার নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’। সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বলিউডের গুণী অভিনেতা আদিল হুসেন। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা বলিউড অভিনেতা আদিল হুসেনের। এ ছাড়া একাধিক বাঙালি অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মাণ হতে যাওয়া এই সিনেমায়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেজন্য চলতি বছরের ১০ মার্চ পরিচালকসহ সিনেমাটির একটি টিম বাংলাদেশে এসেছিলেন। তবে তখন বাংলাদেশে করোনার প্রকোপ বাড়ায় শুটিং স্থগিত রেখেই ভারতে ফিরে যায় শুটিং ইউনিট। ২০২১ সালের মার্চ-এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ‘ব্যাটল ফর বেঙ্গল’ সিনেমাটি নির্মাণ করবেন রিচি মেহতা। সিনেমার সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব পেয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি এবং অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন অভিনেতা ভিকি কুশলের বাবা শ্যাম কুশল। লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বঙ্গবন্ধুর চরিত্রে বলিউডের আদিল!

পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আরেকটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে বলিউডে। সিনেমার নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’। সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বলিউডের গুণী অভিনেতা আদিল হুসেন। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা বলিউড অভিনেতা আদিল হুসেনের। এ ছাড়া একাধিক বাঙালি অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মাণ হতে যাওয়া এই সিনেমায়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেজন্য চলতি বছরের ১০ মার্চ পরিচালকসহ সিনেমাটির একটি টিম বাংলাদেশে এসেছিলেন। তবে তখন বাংলাদেশে করোনার প্রকোপ বাড়ায় শুটিং স্থগিত রেখেই ভারতে ফিরে যায় শুটিং ইউনিট। ২০২১ সালের মার্চ-এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ‘ব্যাটল ফর বেঙ্গল’ সিনেমাটি নির্মাণ করবেন রিচি মেহতা। সিনেমার সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব পেয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি এবং অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন অভিনেতা ভিকি কুশলের বাবা শ্যাম কুশল। লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: