স্পোর্টস ডেস্ক : অজিদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পর পর দুই ম্যাচ জিতে আগেই শিরোপা নিশ্চিত করেছিল ভারত। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে তারা হেরে গেছে ১২ রানের ব্যবধানে। এই ম্যাচ হারের পর আবার শাস্তিও গুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে।
অস্ট্রেলিয়ার ইনিংসের সময় নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল। যে কারণে পেতে হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার শাস্তি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছিল অস্ট্রেলিয়া। তাদের ইনিংসে ছিল ১৪ চারের সঙ্গে ৫টি ছয়ের মার। এই ইনিংসে নির্ধারিত ৯০ মিনিট সময়ের মধ্যে ১৯ ওভার করতে পেরেছিল ভারত।
যে কারণে স্লো ওভার রেটের দায়ে পুরো ভারতীয় ক্রিকেট দলকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ। ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন এই শাস্তি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ এর অনুচ্ছেদে নিয়মের কারণে শাস্তি পেতে হয়েছে ভারতকে। দলের অধিনায়ক বিরাট কোহলি দায় মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এ