বিজনেস আওয়ার প্রতিবেদক : সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গের দায়ে দুইটি সিকিউরিটিজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (০৯ ডিসেম্বর) বিএসইসির ৭৫২তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড (সিএসই ট্রেক নং-৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং-১৯) সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গ করেছে। এজন্য উভয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২০/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: