স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল উড়তে থাকা ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। কিন্তু এম্যাচেও প্রতিপক্ষকে ছাড় দিল না পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদে ‘সি’ গ্রুপের ম্যাচে ফরাসি ক্লাব মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। আর এই জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ম্যানচেস্টার সিটি।
বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলের কেউই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে ম্যানচেস্টার সিটি। বিরতি থেকে ফিরেই ম্যাচের ৪৮ মিনিটে সিটিকে ১-০ গোলে এগিয়ে নেন ফারান তোরেস।
এরপর অপ্রতিরোধ্য হয়ে ওঠে সিটিজেনরা, একের পর এক আক্রমণ করে মার্শেইর রক্ষণকে ব্যস্ত রাখে। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় খেলার ৭৭ মিনিট পর্যন্ত। আগুয়েরো বল জালে জড়িয়ে সিটিকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন।
খেলার নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্কোরশিটে নাম লেখান রহিম স্টার্লিং। আর তাতেই সিটিজেনদের ৩-০ গোলের ব্যবধানের জয় নিশ্চিত হয়।
বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২০/এ