বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৬-১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৫টির বা ৫৩.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডমিনেজ স্টল বিল্ডিং সিস্টেমসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডমিনেজ স্টিলের শেয়ার দর ছিল ২২.৫০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৫.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৩.৪০ টাকা বা ৫৯.৫৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২৭.৬২ শতাংশ, ফরচুন সুজের ২৫.৪৩ শতাংশ, রূপালি ইন্স্যুরেন্সের ২২.৭১ শতাংশ, ফাইন ফুডসের ২০.৯৩ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১৮.৩১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ১৭.৬৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৪৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.১৫ শতাংশ ও আফতাব অটোমোবাইলসের ১৪.৮৮ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২০/এস