বিজনেস আওয়ার প্রতিবেদক : গতসপ্তাহে (৬-১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এরমধ্যে দর কমার শীর্ষ দশে বা টপটেন লুজারে আধিপাত্য দেখিয়েছে বীমা খাতের শেয়ার। এই শীর্ষ দশে স্থান করে নিয়েছে বীমা খাতের ৫টি বা ৫০ শতাংশ কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের দর সবচেয়ে বেশি কমেছে। এ কোম্পানিটির গতসপ্তাহে ১৩.১৪ শতাংশ দর কমেছে।
লুজারের টপটেন এ উঠে আসা বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৭.২৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.৯৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২০/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: