বিনোদন ডেস্ক : মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বাঁ পাশে’ শিরোনামের টেলিফিল্মটি ২০১৮ সালের ঈদুল ফিতরে প্রচার হয়েছিল। টেলিফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। টেলিফিল্মটি দুই কোটির বেশি ভিউ হয়েছে। মুক্তির দুই বছর পরও দর্শকের এমন ভালোবাসায় মুগ্ধ নির্মাতা আরিয়ান।
এমন অর্জনের পর আরিয়ান বললেন, একটা নাটক, একটা কনটেন্ট কেন বানানো হয়; দর্শক দেখবে, দর্শকের জন্য বানানো হয়। তো যত সংখ্যক বেশি দর্শক দেখতে পারবে, ততই ভালো লাগা কাজ করে। নতুন একটা মাইলফলক অর্জন করল, অবশ্যই ভালো লাগছে।
তিনি বলেন, এই নাটকে আগে আমি বড় ছেলে নির্মাণ করেছিলাম। তাই প্রত্যাশা ছিল আরো একটি ভালো কনটেন্ট করার, যেটা আবার দর্শকের কাছে ভালোবাসা পাবে। তো ওই রকমভাবে বানানোর চেষ্টা করেছি। পাব কি না, সেটা তো কোনো প্রজেক্টের ক্ষেত্রে বলা যায় না। কিন্তু থাকে না একটা সুন্দর ড্রেস কিনলে ভাবি, পরেরটা আরো সুন্দর কিনব? তাই চেষ্টা ছিল।
‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মটি এত মানুষের পছন্দের কারণ হিসেবে দর্শকের ভালোলাগাকেই একমাত্র কারণ হিসেবে মনে করেন নির্মাতা। তাঁর ভাষ্য, এক কথায় যদি বলি, ভালো লেগেছে বলেই দেখছে। ভালো না লাগলে এখানে আসলে এমন কিছু নেই যেটা… দর্শকের কোনো না কোনো দৃশ্য হয়তো নাড়া দিয়েছে, অনুভূতি দিয়েছে, প্রেম দিয়েছে।
যেসব দর্শক তাঁর বুকের বাঁ পাশ পূর্ণ করে দিয়েছেন সেসব দর্শকের কাছে দোয়া চেয়েছেন আরিয়ান বলেন, আমি সব সময় বলি দর্শকের জন্য কনটেন্ট বানাই। দর্শক যদি না দেখে, আমার উদ্দেশ্য তো সফল হয় না। প্রতিবারই দর্শক আমার পাশে ছিল; এ জন্য অবশ্যই ধন্যবাদ, ভালোবাসা। আমি চাইব, আমার জন্য তাঁরা যেন দোয়া করে, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২০/এ